AbdulHalim

Call

আপনি ভর্তি হতে পারবেন কিনা তা নির্ভর করবে চান্স পান কিনা তার উপর।আপনি যদি সাধারন গণিতে কমপক্ষে ৩ পয়েন্ট পান তবে আবেদন করতে পারবেন কারন আটনার পয়েন্ট ৩.৫০ এর উপরে আছে।

পলিটেকনিকেলে চান্স পাওয়ার জন্য এমন কোন মানদন্ড নেই যে ঐ পয়েন্ট পেলে আপনি ভর্তি হতে পারবেন তবে এ+ পেলে তা ব্যতিক্রম। তাই আপনার চান্স পাওয়া নির্ভর করবে অন্য আবেদন কারীদের পয়েন্টের উপর।ব্যবসায় শিক্ষা থেকে এই পয়েন্ট নিয়ে সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনা কম ববলা চচলে।ততবু আবেদন করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ