বর্তমান প্রেক্ষাপটে একজনের SSC জিপিএ ৫ প্রাপ্ত (বিজ্ঞান শাখা) শিক্ষার্থীর জন্য জেনারেল নাকি পলিটেকনিক ভালো? পলিটেকনিকে কোন সাবজেক্ট সর্বোত্তম?
Share with your friends

নিঃসন্দেহে জেনারেল ভাল।

আর পলিটেকনিকের মেকানিক্যাল সাবজেক্ট বর্তমান প্রেক্ষাপটে  সর্বোত্তম বলে আামি মনে করি। 

Talk Doctor Online in Bissoy App

General ভালো হবে।HSC পাশ করে Public Versity থেকে স্নাতক অথবা ডাক্তারি কিংবা কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করতে পারবে। পরবর্তীতে BCS দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে নিজের ক্যারিয়ার খুব সুন্দরভাবে গড়ার সুযোগ পাবেন।

Talk Doctor Online in Bissoy App