AbdulHalim

Call

আপনি যদি সরকারি কলেজের শিক্ষক হতো চান তবে শিক্ষা ক্যাডারে বিসিএস পাশ করতে হবে।আর বেসরকারি কলেজ এবং হাইস্কুলের শিক্ষক হতে ডিগ্রী বা অনার্স শেষ করে শিক্ষক নিবন্ধন পাশ করতে হবে।তারপর খালি পদ অনুযায়ী আবেদন করে নিয়োগ পেতে পারেন।

অবশ্যই ডিপ্লোমা থেকে পাশ করে শিক্ষক হতে পারবেন।

এইচএসসি ২ বছর,অনার্স হলে ৪ বছর আর ডিগ্রী করতে লাগবে তিন বছর।ধরে নিলাম আপরি অনেক বেশি ট্যালেন্ট,প্রথমবারেই বিসিএস হবেন,তাতে করে বিসিএস শেষ করে নিয়োগ পেতে লাগবে সর্বনিম্ন ৩বছর।ব্যাস আপনি সরকারি কলেজের শিক্ষক।

আর নিবন্ধন দিয়ে হলে অনার্স বা ডিগ্রী শেষ করে ১ম বারেই যদি নিবন্ধন পাশ করতে পারেন তাহলে নিবন্ধন শেষ করতে সময় লাগবে বড়জোর ১বছর।তরপর শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়া নির্ভর করবে আপনার বিভাগের স্কুল কলেজের শূন্যপদের উপর। এক্ষেত্রে আপনি যত দ্রত নিয়োগ  নিতে পারেন তা আপনার উপর নির্ভরশীল।

Talk Doctor Online in Bissoy App