LCD ভাল নাকি LED monitor?কোনটি বেশি দিন টিকবে?
Share with your friends
Call

দুটার ভিতরে এলইডি মনিটর ভাল। ওটা বেশি দিন টিকবে।। পারলে স্যামসং এলইডি মনিটর কিনবেন।।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

আমি নিজেও দুটোই ব্যবহার করেছি,

গুনগত মানে এল ইডি মনিটর এগিয়ে।

কিন্তু টেকসই এর ক্ষেত্রে নিঃসন্দেহে আমার

মতে এল সি ডি মনিটর এগিয়ে।

এল ই ডি এক্ষেত্রে বলা যায় একদম টোটকা।

Talk Doctor Online in Bissoy App

কোনো চিন্তা ভাবনা যদি না করে উত্তর দেই তাহলে এর উত্তর হলো LED মনিটর LCD অপেক্ষা ভালো কারণ এইটা LCD এর পরের ভার্সন ! LED আর LCD এর প্রধান যেই পার্থক্য তাহলো LED এর উজ্জলতা LCD এর চেয়ে অনেকগুণ বেশি ! যার কারণে LED মনিটর বাইরের উজ্জলতা অনেক বেশি থাকা সত্তেও বেশ ভালো ভাবে দেখা যায় ( এই যেমন রোদের মধ্যে নিয়ে গেলেও দেখা যাবে !) কিন্তু তা হয়ত LCD তে সম্ভব না I LED তে কনট্রাস্ট রেটিও LCD এর চেয়ে অনেক বেশি যার কারণে এর পারফরমেন্স বেশ ভালো I এছাড়া বিভিন্ন বিভিন্ন বর্ণ মিশ্রিত ছবির ক্ষেত্রে LED তে অনেক বেশি বাস্তবধর্মী মনে হয় I LED এর ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি যার ফলে মোটামুটি যেকোনো জায়গা থেকে ছবি খুব ক্লিয়ার দেখা যায় যেইটা LCD এর ক্ষেত্রে হয়না (একটু ডানে বামে সরলেই হয়ত অন্ধকার দেখা যাবে ,অবশ্য তা মনিটর ভেদে ভিন্ন হয় !) আর আরেকটা চমত্কার বিষয় হলো LED তে বিদ্যুত বিল LCD অপেক্ষা অনেক কম আসে ,কারণ LED তে শক্তির অপচয় হয়না বললেই চলে !আপনার যদি মনে হয় অনেক উজ্জ্বল আলোতে কিংবা বিভিন্ন জায়গা থেকে মনিটর ব্যবহার করবেন তাহলে LED কেনাটাই ভালো আর এরকম কোনো সমস্যা না থাকলে LCD ই ভালো ! 

Talk Doctor Online in Bissoy App