রসায়নে মৌলের পারমানবিক সংখ্যা মনে রাখার কোন কৌশল কারো জানা থাকলে দয়া করে একটু শেয়ার করেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

হাহি লিবেব কানাই ও ফ্লোনি সোমে এল সেপসা ক্লো আর পকে। এটা মুখস্ত করুন। হা দিয়ে হাইড্রোজেন। এভাবে যথাক্রমে দেয়া আছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি মৌলগুলো ব্যাখা করুন কিভাবে পারমানবিক সংখা এত হল যেমন অক্সিজেন পারমানবিক সংখা ৮ এর বিন্যাস করুন 1S2 2S2 2P4 এভাবে মনে রাখতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রসায়নের রস মনে রাখার কিছু সহজ উপায়

গ্রুপ 1A-     H   Li   Na    K   Rb   Cs    Fr

হে    লি    না      কে    রুবি  সাজাবে  ফ্রান্সে


গ্রুপ 2A-    Be    Mg    Ca      Sr      Ba    Ra

বিধবা মায়ের  ক্যাডার   সন্তান  বাদশাহ  রহিম

অথবা        বিরিয়ানি  মোগলাই কাবাব সরিয়ে   বাটিতে   রাখ

অথবা          বিধবা   মহিলা      কা    সার      বাসনে রাধে

গ্রুপ 3A-    B     Al           Ga     In    Ti

বরুন   অল্পতেই      গেল   ইন্ডিয়া  তে

অথবা        বাংলাদেশ আওয়ামীলীগ  গেল   ইন্ডিয়া   ট্যুরে

গ্রুপ 4A -  C       Si       Ge      Sn    Pb

কলিকাতা সিটিতে   গেলে     সোনা  পাবে

অথবা         কাদঁলে   শার্ট       গেন্জি  স্যান্ডেল  পাবে

গ্রুপ 5A -   N    P    As     Sb     Bi

নাই    প্রিয়া    আজ   সবই   বিরহের

অথবা      না    ফিজ    আছে  আন্টির  বাসায়  (Sb-অ্যান্টিমনি)

অথবা     নাই    পারুল   আছে  সাবিনা  বিয়ান

গ্রুপ 6A -   O   S    Se    Te      Po

অফিস শেষে সেলিনা টেলিফোন পেল

অথবা       ও    এস   এস-ই  তে      পড়ে

নিষ্ক্রিয় ধাতু -    He    Ne    Ar   Kr    Xe    Rn

হে      না     আর   করিম  যাবে   রমনায়  (Xe-জেনন)

(1)আচ্ছা আপনারা কি আইসোটোপ, আইসোবার, আইসোটন এর নিয়ে কখনো প্যাচঁ লাগিয়েছেন? এবার আমরা এগুলো সহজে মনে রাখার উপায় দেখব আশা করি এটা দেখার পর জোর করেও ভুলতে পারবেন না...

দেখুন , আইসোটোপ এর শেষে "প" আছে, আইসোবার এর শেষে "বার" আছে R আইসোটন এর শেষে "ন" আছে অর্থাৎ আইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান.... আশা করি বুঝতে পেরেছেন ।

(2)পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায় -

H HeLi  Be B C  N      O      F  Ne  Na    Mg     Al Si   P

হায়  হেলি      বেবিকে    নিয়ে  ওখানকার  ফুল  নিয়ে  নাও  ম্যাকাইভার   আলসি  ফেলে

S   Cl    Ar K      Ca      Sc      Ti

সেই কালো  আর কমলা ক্যামেলিয়ায়  সাজাবো তোমায়

(অবশ্য এটি মনে রাখার চেয়ে মূল বিষয়টা মনে রাখা উচিত এবং সহজ)

(3) ধাতুর  সক্রিয়তা সিরিজ -

K Na Ca   Mg     Al  Zn Fe      Sn    Pb   H  Sb  Bi   As

কে   না   কে  ম্যাকাইভার  এল  যেন  ফিরে  সুস্মিতাকে  পাবে  হায়  সবই বিফলে আজ

Cu    Hg   Ag   Pt     Au

কাপুরুষ  হাবলু  আজি পেটাবে  আমায়

(4) উজ্জল ধাতু -

Ca Na  Mg     Ag   Al

কানা  ম্যাকাইভার  আগে   এল

(5)  নরম  ধাতু -

Pb Na  Ca  K

পাব   না   কেয়া  কে

(6) D ব্লকের মৌল -

Cu    Mn    Cr Co Fe Ni  Zn

কাজল  মার্সিটিজ কারে করে    ফেনী    যাবে

এরকম আরো কিছু জানতে পড়তে পারেন-

ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সম্পন্ন উপাদানগুলোর নাম-

কনে                নিবে                      আগে

কর্পুর ন্যাপথালিন নিশাদল বেনজালডিহাইড আয়োডিন গন্ধক

বর্ণালীতে বিভিন্ন শক্তিস্তরে যে রেখাগুলো পাওয়া যায়-

লাইম্যানের বাম পাশের জ্যাকেট ফুটো

লাইম্যান বামার প্যাশেন ব্র্যাকেট ফান্ড

ইলেকট্রন,প্রোটন,নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখার জন্য-

ইট            পরে                 নীচে

ইলেকট্রন থমসন প্রোটন রাদারফোর্ড নিউট্রন চ্যাডউইক

পলির বর্জন নীতি: একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।

১২৪মনে রাখলেই পলির বর্জন নীতি মনে রাখা যায়

১টি পরমাণুতে ২টি ইলেকট্রনের ৪টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।

ডোবরিনার ত্রয়ী

1)

Li Na K

2)

Cl Br I

3)

Fe Co Ni

লিনাকে কেবলি বলি আমি ফেল করি নাই

Li Na K Cl Br I Fe Co Ni

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
aktohin

Call

পারমানবিক সংখ্যা আসলে আলাদাভাবে মনে রাখার কোনো প্রয়োজন হয়না, যদি আপনি সিরিয়াল অনুসারে মৌলের নাম মুখস্ত করেন। আপনার এই প্রশ্নের উত্তর পেতে সাহায্য করতে পারে এই পোস্টটি। পড়ে দেখার পড়ে যদি প্রশ্ন থাকে, তাহলে করতে পারেন, উত্তর দিয়ে আপনাকে সন্তুস্ট করার চেষ্টা করবো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ