HSC পরিক্ষায় যেমন দুই পাঠ মিলে A+, পাশ ও কি দুই পাঠ মিলে হয়। যেমন পদার্থ বিজ্ঞান পরিক্ষায় ১৩ ই পাশ আমি যদি প্রথম পত্রে ১০ এবং দ্বিতৃয় পত্রে ২০ পাইছি, তাহলে কি দুই পত্র মিলে পাশ হবে
Share with your friends

আলাদা আলাদা পাস করতে হবে। পরে একটি আরেকটির অংশীদার হবে। মানে পাসের পরে একটি আরেকটি রে টানবে।

Talk Doctor Online in Bissoy App
sali

Call

আমি ২ জন স্যার থেকে শুনেছি ২ পেপার মিলিয়ে পাশ অর্থাৎ ক্রিয়েটিভ এ টোটাল ২৬ এবং এমসিকিউতে টোটাল ২৪ পেলে পাশ হবে 

Talk Doctor Online in Bissoy App

আমি যদ্দুর জানি ২০১৪ সালের হাইকোর্টের রিট অনুযায়ী দুই পত্রের নাম্বার জিপিএ নির্ধারন করতে যে পদ্ধতি অনুসরন করা হয়,পাশ-ফেল নির্ধারনেও একই পদ্ধতি অনুসরন করা হয় .

Talk Doctor Online in Bissoy App