Share with your friends
Md Ashif

Call

এন্ড্রোয়েড হলো বর্তমানের সবচেয়ে বেশী ব্যবহৃত ফোন। বর্তমানের আদর্শ ফোন। কম দামেও এন্ড্রোয়েড কিনে ব্যবহার করা যায়। এর সুবিধা অনেক তাই সবার পছন্দের।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

অ্যান্ডয়েড ফোনের ব্যবহার সম্বন্ধে বিস্তারিত দেওয়া হল। A to Z. Android কি ? অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের একটি অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটারে যেমন উইন্ডোজ, উবুন্টু, লিনাক্স ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তেমনি স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। উইন্ডোজের যেমন এক্সপি, ভিসতা, ৭ ও ৮ ইত্যাদি সংস্করণ রয়েছে, ঠিক তেমনি অ্যান্ড্রয়েডেরও বিভিন্ন সংস্করণ রয়েছে। জনপ্রিয়তা পাওয়া সর্বশেষ কয়েকটি সংস্করণের নাম অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড (২.৩-২.৪), অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ (৪.০) এবং অ্যান্ড্রয়েড জেলি বিন (৪.১, ৪.২, ৪.৩), কিটক্যাট (৪.৪-৪.৪.৬)

Talk Doctor Online in Bissoy App