BidhanDey

Call

নতুন সেট যদি হয়, তাহলে এ নিয়ে কোন টেনসন করবেন না, কিছু কিছু সেট এরকম নেট ব্যবহারে বেশি গরম হয়ে যায়, বেশি সমস্যা হলে সেট কাষ্টমার কেয়ারে দেখান, তারা সমাধান দিয়ে দেবে।

Talk Doctor Online in Bissoy App
Masumakonda

Call

অ্যান্ড্রয়েড তিন ভাবে গরম হয়। ১। টাচস্ক্রিণ গরম হওয়া। ২। ব্যাটারি গরম হওয়া। ৩। ব্যাটারির উপরের অংশ অর্থাৎ মোবাইলের মাথার দিকটা গরম হওয়া। সমাধানঃ ১। টাচস্ক্রিণ গরম হলে Restart/Reboot দিন। ২। ব্যাটারি গরম হলে নতুন ব্যাটারি কিনুন। ৩। ব্যাটারির উর্ধ্বাংশ গরম হলে মোবাইলের অতিরিক্ত ব্যাবহার বন্ধ করুন। যেকোনো সময় মোবাইলের সফটওয়্যার লস্ট হতে পারে।

Talk Doctor Online in Bissoy App