RiadHasan

Call

সর্বপ্রথম গ্রামিণফোন নেট সেটিং ঠিক করুন, যদি ঠিক থাকে তবে পুনরায় সেটিং সেভ করতে All লিখে 8080 তে সেন্ড করুন। মেসেজে আসা সেটিংস সেভ করুন। সেভ করা হলে চেক করে দেখুন আপনার ডাটার মেয়াদ আছে কিনা, যদি মেয়াদ থাকার পরেও এমন সমস্যা হয় তবে ২ এমবি প্যাক নিয়ে পুনরায় ডাটা একটিভ করুন। এবারে আপনার মোবাইল টি Restart করুন, একবার করার পরে না হলে বারবার চেষ্টা করুন। নোকিয়া ফোনে মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App

আপনি নিচের মত করে কনফিগারেশন সেটিং করতে পারেন। Name:as you wish APN:internet আর কিছুর দরকার নাই। এখন এটা এক্টিভ করে দিন। এবার জিপি দিয়েও বাফারিং করুন।

Talk Doctor Online in Bissoy App