LabuIslam

Call

#9 প্রথমবারের মতো ইন্ডিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগে (আইপিএল) অংশ নিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে হারলেও চার ওভারে ২৬ রান দিয়ে মূল্যবান দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। তার পর থেকেই হায়দরাবাদের আলোচনায় শুধুই মুস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলের এই অফ কাটারকে নিয়ে একটি মহা সমস্যা হচ্ছে ইংরেজি কিংবা হিন্দি ভাষাতে খুব দক্ষ নন তিনি। আর এ নিয়ে মোটামুটি সমস্যায় পড়তে 
হচ্ছে তাকে। তবে ক্রিকেটীয় ভাষায় রপ্ত হওয়াতে কোন রকম পার পেয়ে যাচ্ছেন তিনি। তার পরও কিভাবে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন তা এবার জানিয়েছেন দলটির ম্যানেজার বিজয় কুমার। তিনি বলেন, ‘এখানে সে খুবই ভালো আছে। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। খুব একটা সমস্যা হচ্ছে না।’ যেহেতু বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় অভ্যস্ত নন, মুস্তাফিজ সে ক্ষেত্রে সবার সঙ্গে যোগাযোগ করছেন কীভাবে? বিজয় বললেন, মুস্তাফিজের ভাষাগত সমস্যার সমাধান হয়েছে একটু অন্যভাবে, ‘সে মানিয়ে নিচ্ছে। তাকে এক-দুই শব্দে সংক্ষেপে বলা হয়, যাতে সহজেই বুঝে নিতে পারে। আর ক্রিকেটের বিষয়গুলো তো বোঝেই। যেহেতু ইংরেজি ভালো বোঝে না, এ কারণে টিম মিটিংয়ে আলোচনায় ওভাবে অংশ নিতে পারে না। কিন্তু সহজ জিনিসগুলো বুঝতে পারে। সবার সঙ্গে ভালোভাবেই সে মিশতে পারছে।’ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ