আমার বেশ কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছে.সমস্যাটা হলো গিয়ে আমি যখন খেতে বসি তখন অধেক বা সামান্য কিছু খাওয়ার পর সব বমির মত বেরিয়ে আসতে চায় প্রায়ই বমি হয়.এখন আমার এই প্রবলেম কেন হয়?এবং কি ধরনের ডাক্তার দেখাবো বিগত ২মাস ধরে এই সমস্যা ..please hela me
Share with your friends
Manik Raj

Call

আপনি আগে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন, সকালে আধ ঘণ্টা জোরে হাঁটাহাঁটি করবেন, গোসল করবেন তারপর খেতে বসবেন। এতে কাজ না হলে খাওয়ার দশ মিনিট আগে মোটিগাট ১০ mg. ট্যাবলেট খেতে পারেন। ধন্যবাদ,

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

আপনি কোনো ভালো ঔষধের দোকানে গিয়ে আপনার এই সমস্যাটা জানান, তারাই সঠিক ডাক্তারের জন্য বলে দিতে পারবে, নাহলে আপনি কাছাকাছি কোনো গ্রমিণ হসপিটালে গিয়ে একবার বলেন।

Talk Doctor Online in Bissoy App