দুঃখ ও কষ্ট এদের মাধ্যে পার্থক্য কি? দুঃখ আগে নাকি কষ্ট এবং এই দুইটা ভাষা ভিন্ন হওয়ার কারন কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুঃখ ও কষ্ট ভাষা গতদিক ছাড়া তেমন কোন পারথক্য নেই ৷তবে আমার মনে হয় কষ্ট পাওয়ার পর দুঃখ পায় ৷যেমন মানুষকে আঘাত করলে কেটে যাওয়ার পর যে ব্যাথ্যা বা যন্ত্রনা সেইটা কষ্ট,আর ব্যাথ্যা সারা পযন্ত দীঘ দিন যে যন্ত্রনা ভোগ করে সেটা দুঃখ ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অর্থগত দিক থেকে দুইটাই সমধর্মী। তবে ভাবের ক্ষেত্রে এর দুরত্ব রয়েছে অনেক। যেমন আজ আপনি একটি কথায় সামান্য দু:খ পেলেন, কাল আবার পেলেন, এভাবে প্রতিনিয়ত এমন দু:খ এর মধ্যে দিন যাচ্ছে। একটা সময় দেখবেন আপনার দু:খ হয়না, কারন ওই দু:খ গুলো কষ্টের পাথর হয়ে আপনার দু:খ পাওয়ার জায়গাটা দখল করেছে। সুতরাং দু:খ এর মধ্য দিয়েই কষ্টের সৃষ্টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ