Call

এড বন্ধ করতে আপনি addgurd অথবা add block সফ্টওয়ার ব্যাবহার করুন।আর অটো নেট কানেকশন বন্ধ করতে নিচের নিয়ম অনুসরন করেন setting →apps→reset apps performance যদি তাতেও না হয় একবার ফোনটা হার্ট রিসেট দেন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

ettings >> Data Usage >> (Menu অপশন/button ক্লিক করুন) >> Restrict Background Data (টিক দিন)। তাহলে ডাটা চালু থাকলেও আপনার MB/Tk কাটবেনা। অথবা আপনি মোবাইল রুট করুন, Droidwall অ্যাপটি ডাউনলোড করুন। এতে প্রবেশ করে যে যে অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ড এ MB কাটে সেগুলোর টিকচিহ্ন সরিয়ে নিন। তাহলে উক্ত অ্যাপগুলো ডাটা ব্যবহার করতে পারবেনা। (সংগৃহীত) আপনি adguard apk টা install করুন। (root না হলেও হবে) এটা open করে on করে দিন, এরপর আপনি আর একটাও অ্যাড দেখতে পাবেন না, browser এও অ্যাড পাবেন না, আবার কোনো গ্রেম বা অ্যাপএও পাবেন না।

Talk Doctor Online in Bissoy App