আমার symphony m1 ফোন টি কিভাবে রুট করব? কিভাবে রোম backup দিব, recovary করব এবং কিভাবে অন্য ফোন বা আইফোন এর কাষ্টম রোম install দিব বিস্তরিত screenshot সহ দেন?? কাষ্টম রোম গুলোর download link diben plz...
শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

playstore থেকে iroot apk টা নামিয়ে নিন। এই অ্যাপটি open করে root now এ ক্লিক করুন। রুট হয়ে যাবে। আর আপনি আপনার ফোনটি swtich off করে recovery mode নিয়ে গেলেই রম back up করার opition পাবেন, ওখানে press করলেই আপনি back up করে নিতে পারবেন। back up -এর নিচে restore নামেও একটি option পাবেন, ওখান থেকে আপনি restore করে নিতে পারবেন। আপনার মোবাইলের নাম দিয়ে গুগুল এ সার্চ করে দেখেন, কোনো কাস্টম রম পান কিনা যেটা আপনার মোবাইল চারাতে পারবে, যদি পেয়ে যান, তাহলে সেটি ডাউনলোড করুন। যেখান থেকে রম ডাউনলোড করবেন সেখানেই ইন্সটলের পদ্ধতি বলে দেওয়ার কথা। বেসিক পদ্ধতি হচ্ছেঃপ্রথমে আপনার ডিভাইস রুট এবং কোন একটা কাস্টম রিকভারি (CWM, TWRP, CTR ইত্যাদি) ইন্সটল করতে হবে।কাস্টম রম ডাউনলোড করে নিন। বেশির ভাগ সময় রম জিপ (.zip) ফরম্যাটে দেওয়া থাকবে। নামানোর পর সেটা মেমোরি কার্ডে রাখুন।রিকভারিতে যান। wipe data, wipe cache, factory reset – এই কাজ গুলো করেনএরপর install zip from sdcard সিলেক্ট করে রমের জিপ ফাইলটি সিলেক্ট করুনরম ইন্সটল শুরু হবে। অপেক্ষা করুন শেষ হওয়ার জন্য। (রমের ডাউনলোড লিঙঙ্ক দিলাম না, কারণ আপনার পচ্ছন্দ না হতেও পারে, আপনি নিজের পচ্ছন্দ মতো রম খুজে নিলেই ভালো করবেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ