আমি কিছুদিন আগে একটা মোবাইল নাম্বার দিয়ে fb I'd খুলছিলাম তো ওই I'd তে পাসওয়ার্ড দিয়ে পরে আর ব্যাবহার করি নাই .তার কিছুদিন পর ওই নাম্বার দিয়েই ভুলে আর একটা নতুন I'd খুলছি এবং পাসওয়ার্ড ও দিছি . প্রথমবার লগইন করার পর লগআউট করে আর লগইন করতে পারি না ,পাসওয়ার্ড ভুল দেখায় .তারপর ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে নাম্বার দিয়ে ২/৩বার পাসওয়ার্ড বদলাইছি তারপর ইউসার নেম দিছি কিন্তু ইমেল দেই নাই .এখন আবার লগইন করলে পাসওয়ার্ড ভুল দেখায় .আবার ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে এখন আর পাসওয়ার্ড বদলাতে পারিনা .কোড দিলে লেখা থাকে u have tried too many please try again leter.প্লিজ দয়া করে বলবেন নিউ I'd তে কিভাবে পাসওয়ার্ড বদলাতে পারবো .?? অনেক উপকার হবে .. ধন্যবাদ
Share with your friends

Dear নীল চিরকুট আপনি যদি পাসওয়ার্ড বদলাতে না পারেন তাহলে আমার পদ্ধতি অনুসরণ করুন। প্রথমেই বলব আপনি আপনার পাসওয়ার্ডটি ঠিক মত দিয়ে আবার ট্রাই করুন।। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড ছোট হাতের অক্ষর দিলে ছোট এবং বড় হাতের অক্ষর দিলে বড় এভাবে লিখে লগ ইন করতে হবে । দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা অনেকক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ড এর প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলা ছোট হাতের অক্ষর দিয়ে থাকি তাই আপনিও এইভাবে একবার দেখতে পারেন।। তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি আপনার প্রফাইলে প্রবেশ করে উপরের এড্রেস বার থেকে লিংক টা কপি করে সেখান থেকে আইডি কোডটা কপি করে নিন।। আইডি কোডটা দেখতে ঠিক এইরকম id=10000**********& আপনি শুধু 10000********** এইটা কপি করবেন।। ব্যস। এবার আপনি এই কোডটা Email Or Phone এর ঘরে বসায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App