আপনি আপনার id logout করে ফেলেন এর পরে আপনি আবার যখন log in করবেন তখন পাসওয়াড এর যায়গায় আপনি আপনার যানা মতে বা দিতে পারেন এমন সকল পাসওয়াড দিয়ে চেক করুন দেখবেন আপনাকে যখন uc পাসওয়াড save or don't save চাইবে তখন ঐ টা পরির্তন করে আন্যটা দিয়ে চেক করুন।যেটি দেয়ার পরে uc আপনাকে save or don't save দেখাবে না লোডিং নিবে সেটি আপনার পাসওয়াড।তবে মনে রাখবেন আপনি শুধু পাসওয়াড দিয়ে log in দিয়ে দেখবেন যে save or don't save চায় কি না আপনি কিন্তু একবার ও save or don't save এ ক্লিক করবেন না।

Talk Doctor Online in Bissoy App

আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন না । তবে নতুন পাসওয়ার্ড রিকোভারী করতে পারবেন। ১) প্রথমেই http://google.com/accounts/recovery/ এই পেজটিতে যান। ২) "I don't know my password" সিলেক্ট করুন। ৩) এখন "I don't know" তে ক্লিক করুন অথবা আপনার সর্বশেষ পরিচিত পাসওয়ার্ডটি লিখুন। আপনার শেষ পরিচিত পাসওয়ার্ড টাইপ করে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে এর প্রয়োজন হয় না। ৪) আপনার পুনরুদ্ধারের বিকল্পটি নির্বাচন করুন। আপনার বিকল্প ইমেইল ঠিকানা বা আপনার মোবাইলে পাঠানো বিবরণ থেকে পুনরুদ্ধারের বিবরণ সংগ্রহ করতে পারেন যা আপনার অ্যাকাউন্টের জন্য সেট করতে প্রয়োজন হবে। আপনি যদি পুনরুদ্ধারের তথ্য আপনার ফোনে পাঠানো বাছাই করেন তবে একটি স্বয়ংক্রিয় কল বা এসএমএস এর মাধ্যমে তা গ্রহণ করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত কোন পুনরুদ্ধারের তথ্য না থাকে তবে আপনাকে একটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার জরিপের মধ্য দিয়ে যেতে হবে। ৫) আপনার ভেরিফিকেশন তথ্য দিন। আপনি যদি ফোনের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড নির্বাচন করেন তবে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে যা আপনাকে কোডটি টাইপ করতে হবে। অথবা আপনি যদি বিকল্প একাউন্টে ভেরিফিকেশন তথ্য পাঠানো নির্বাচন করেন তবে আপনার বিকল্প একাউন্টটিতে একটি লিঙ্ক পাবেন এবং এই লিঙ্কটিতে ক্লিক করুন। ৬) এখন ভেরিফিকেশন কোড টাইপের পরে অথবা লিঙ্কে ক্লিক করার পরে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং "Reset Password" বাটনে ক্লিক করুন।

Talk Doctor Online in Bissoy App