AkbarMunna

Call

অনেক তাফসীরবিদ এখানে সিজদা সাহু দেওয়ার কথা বলেছেন। [তথ্য: বেহেশতী জেওর।] তিন বা চার রাকাত নামাজের ২য় রাকাতে তাশাহুদের পর যদি অতিরিক্ত কিছু পড়ে ফেলে তাহলে এখানে নিয়ম ২টি। ১) যদি সুবহানআল্লাহ বলার পরিধি পর্যন্ত বা তার বেশী পড়ে ফেলে তাহলে সিজদা সাহু দিতে হবে। ২) যদি কম সময় হয়, তাহলে দিতে হবেনা। এক্ষেত্রে যিনি নামাজ পড়ছেন তার মতামত অগ্রাধিকার যোগ্য। তিনি যদি বেশী পড়েন তাহলে দিতে হবে, কম পড়লে হবেনা। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতুর পর “ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ “ পর্যন্ত দুরুদ পড়লেই সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে এর চেয়ে কম পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। ( *1* বেহেশতি জেওর: 2/33   *2* ইমদাদুল ফতোয়া : 1/529)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এক্ষত্রে আপনাকে সাহু সিজদা দিতে হবে, অবশ্যই এটা সাহু সিজদা দেওয়ার মত ভুল, এটাই হানাফি মাজহাবের অগ্রগণ্য মত। অন্যান্য মাজহাবে প্রথম বৈঠকে সামান্য পরিমাণ দুরুদ পড়লে সিজদায়ে সাহু আবশ্যক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ