Share with your friends
avir

Call

Virtual Private Network ব্যাবহার করে ইন্টারনেট এক্সেসের তালা ভাঙা যায় vpn যেকোন আইপি নষ্ট করে নতুন আইপি সার্ভার দিয়ে নেট চলে এটি মুলত ওপেন ভিপিএন এর সারভার ব্যাবহার করে। তবে ভাল কাজ করে এবং কোন ধরনের রেজিস্ট্রেশান এর প্রয়োজন নেই .... আর Free VPN হলো Android ফোন দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করা। এনড্রয়েডে এর জন্য ভিপিএন এর ভিবিন্ন সফটওয়্যার রয়েছেসফটওয়্যার ছাড়া ও..এনড্রয়েডে আইপি পাসওয়ার্ড সেটিংসহ করে চালানো যায়... android vpn setting এ... আপনি যদি এনড্রয়েড ফোনে ভিপিএন চালাতে চান প্লেস্টোর থেকে vpn লিখে সার্চ করলে ভালো vpn apps গুলো পাবেন ... তবে supar vpn, open vpn সবচেয়ে ভালো আপনি এইগুলা ব্যবহার করতে পারেন ...ইন্সটল করে শুধু কানেক্ট করলে ফোনের উপরে একটি চাবির চিহ্ন দেখবেন তাহলে বুঝতে পারবেন ..vpn আইপি কানেক্ট হয়ছে vpn নেটওয়ার্ক কানেকশন দিয়ে আপনি ..সব ধরনের ইনটারনেট apps চালাতে পারবেন..

Talk Doctor Online in Bissoy App

Call

Free VPN হলো Android দিয়ে আজীবন ফ্রী ইন্টারনেট। ইন্টারনেট দুনিয়ায় অনেক VPN Company আছে। কিন্তু সবাই ফ্রী দেয় না। আবার অনেক আছে অল্প সময়ের জন্য ফ্রী দেয়। এতে সবার সব সময় ফ্রী চালানো হয় না। VPN এর কাজঃ একটি VPN সার্ভারে VPN ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্তহতে পারেন। VPN-এর মাধ্যমে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয় (যেটা আমরা আগেই বলেছি)।এই পদ্ধতিতে তথ্য encrypted অবস্থায় আদান- প্রদান করা হয়, ফলে তথ্যগুলো সুরক্ষিত থাকে। VPN এর জন্য প্রাইভেট নেটওয়ার্কে একটা VPN সার্ভার থাকে এবং ব্যবহারকারীর পিসিতে VPN ক্লায়েন্ট কনফিগার থাকে। যখন কোন ব্যবহারকারী VPN এর মাধ্যমে তার প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইবে প্রথমে তার পিসিতে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে এর পর VPN ক্লায়েন্টের মাধ্যমে VPN সার্ভারে লগিন করবে। লগিন করার পর যদিও ব্যবহারকারী তার নেটওয়ার্ক থেকে অনেক দূরে অবস্থান করছে তারপরেও সে প্রাইভেট নেটওয়ার্কের সব সুযোগ সুবিধাগুলো পাবে।

Talk Doctor Online in Bissoy App