ভাইয়া,হেলিকপ্টার কিজন্য সামনে চলতে পারে? দয়া করে জানাবেন।আমি অনেকের কাছে জানতে চেয়েছি কেউ বলতে পারেনি।দয়া করে জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হেলিক্পটারের উপরের যে পাখাটি থাকে তা ভাষতে সাহায্য করে। আর পিছনের পাখাটি হেলিক্পটারের গতি নিয়ত্রন করে। বলতে পারেন সামনে পিছনে ডানে বামে করতে সাহায্য করে । যদিও বা এগুলো করতে উপরের পাখা সামান্য পরির্বতন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

হেলিকপ্টার এর পাখার উপর ভর করে এবং লেজের দিক কার পাখাকে জয়েস্টিক এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে কোন দিকেই চলতে পাড়্রে, তবে সামনের দিকে চলতে বেশি গতি পায় কারন এর ইঞ্জিন থ্রাস্ট পিছন দিকে রিলিজ করে যা রোটারের নিচে থাকে এবং ম্যাকানিজাম এই থ্রাস্ট কে কাজে লাগিয়ে হেলিকপ্টার কে সামনের দিকে অধিক গতিতে চলতে সাহায্য করে। সংগৃহীত :আধুনিক সমরাস্ত্র

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ