Call

কেন যাবে না অবশ্যই যাবে। এটার জন্য আপনাকে যা করতে হবে তা হলঃ

  • যদি আপনার দেস্কতপ/ল্যাপ্টপ কম্পিউটার এ Wi-Fi Driver থাকে এবং তা যদি ঠিকঠাক কাজ করে-
  1. প্রথমে Settings এ যেতে হবে।
  2. More ক্লিক করতে হবে।
  3. Thetharing or Portable Hotspot ক্লিক করতে হবে।
  4. Set Wi-Fi Hotspot এ ক্লিক করতে হবে।
  5. যদি পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন।
  6. তারপর যেকোনো Wi-Fi ওয়ালা ডিভাইস দিয়ে সার্চ করে জয়েন করলে ইন্টারনেত ব্রাউজ করা যাবে।
  • যদি Wi-Fi না থাকে তাহলে-
  1. আপনার USB Cable এ ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে ঝটপট USB Cable Connection ্দিয়ে নিন।
  2. তারপর আগের মত Thetharing or Portable Hotspot ক্লিক  করে USB Thetharing অপশন চেক করলে PC আপনার ডিভাইস কানেক্টেড হয়ে যাবে।
  3. এরপর PC তে Device and Printers অপশন এ গিয়ে আপনার ডিভাইস খুঁজে Connect দিলেই ইন্টারনেত ব্যাবহার করতে পারবেন।

ইন্টারনেট ব্যাবহারের কাজ Bluetooth দিয়েও করা যায়। শুধু ব্লুটুথের অপশন চেক করতে হবে।

Talk Doctor Online in Bissoy App