শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কেন না অবস্যই পারবেন।আপনি আপনার পেজকে প্রমোট দিয়ে লাইক সংগ্রহ করতে পারেন।তাছাড়া আপনার পেজে ফেসবুক কর্তৃপক্ষ লাইক সংগ্রহ করে দেবে তবে তাদের টাকা দিতে হবে যা ব্যায় বহুল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বেশি লাইকের এবং ভিউ এর জন্য নিম্নের জিনিসগুলো অনুসরণ করতে পারেন- ১.প্রথমে আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে। প্রতিদিনে ৫-১০ টা কম করে হলেও। ২.আপনার পোস্টগুলো অবশ্যই মান সম্মত হতে হবে। ৩. কপি পোস্ট নয় বরং নিজে সুন্দর করে এবং সহজ ভাষায় লিখবেন। ৪.পোস্ট করার সময় পেইজের নাম অনুসারে পোস্ট করবেন। অপ্রাসঙ্গিক পোস্ট করা যাবে না। ৫.পোস্টের সঙ্গে পারলে ছবিও ব্যবহার করতে পারেন। তার ফলে সবার চোখে পরবে। ৬.যথাসম্ভব বড় পোস্ট করবেন। ৭.আপনি আপনার পেইজের ভালো পোস্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। ৮. আর অবশ্যই এমন পোস্ট করবেন যার মাধ্যমে মানুষকে আকর্ষণ করবে। ৯.ব্যাপক প্রচার প্রচারণা প্রথম করতে হবে।যেমন :প্রত্যেকটি পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করবেন। বিভিন্ন ভালোবাসার গ্রুপও রয়েছে সেগুলোতেও শেয়ার করতে পারেন। তাই সর্বপ্রথম ভালো মানের পোস্ট করবেন। ১০.আর যদি টাকা খরচ করে লাইক বাড়াতে চান তাহলে প্রমুট দিতে পারেন। বি.দ্র. https://ans.bissoy.com/364048?show=364132#a364132 এইখানেও আমি একই উত্তর দিয়েছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ