Tonsil Stones কেন হয় ? এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি ? সার্জারি করা বাদে আর কোন উপায় আছে কি ? জানা না থাকলে উত্তর দেয়ার দরকার নেই। দয়া করে কেউ না জেনে উত্তর দিবেন না
Share with your friends
Call

জাম্বুরার বীজ ( grapefruit seed ) বা ঐ জাতীয় স্প্রে, ট্যাবলেট অথবা লজেন্স চুষে খেলে ভাইরাস কিছুটা প্রতিরোধ করে , শরীরের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করতে ( antioxidan ) সহায়ক বিধায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন সি খেতে পারেন । অন্ত্রের ব্যাক্টোরিয়া জনিত অসুবিধা থাকলে ফ্রেস দই বেশ ভাল অথবা কাঁচা রসুনের নির্যাশ যদিও এন্টিমাইক্রোবিয়েল কিন্তু ইহা খুভি প্রকট বিধায় গারলিক ক্যাপস্যুল খেতে পারেন ৩ বার প্রতিদিন অথবা গারলিক নির্যাশ গরম পানিতে মিশিয়ে মুখের ভিতর কিছু সময় রেখে কুলিকুচা করতে পারেন প্রতিদিন ৩ বার মেন্থার গরম পানিতে মিশিয়ে কুলি করতে পারেন প্রতিদিন ৩/৪ বার – ইহা ও ভাইরাস নাশক – কলমি শাকের নির্যাস কিছুটা উপকারী , যা এন্টি ভাইরাল হিসাবে কাজ করে – সে জন্য কলমি শালুকের নির্যাস সামান্য গরম পানিতে মিশিয়ে প্রতিদিন ২/৩ বার করে খেতে পারেন এবং ব্যাথা ও ফাঙ্গাস জাতীয় জীবাণু তে থাইম বা গুল্মের নির্যাস বেশ ভাল ফল উপকারী । শঙ্কু ফুল বা ভিন্ন ধরণের ভেষজ চা ও বেশ উপকারী যা ভাইরাস নাশক হিসাবে কাজ করে – অথবা পুরাতন আমলের কিছু ভেষজ ঔষধ সামান্য সহায়ক হতে পারে ভাইরাস জাতীয় জিবানুতে – ৪ চামচ মধু এবং চিমটি লবন ও ১ চামচ লেবুর নির্যাশ সামান্য উষ্ণ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন ৩ বার – ক্যামোমিল চা ও সাময়িক উপশম কারি হিসাবে বিবেচিত – ব্যাথা নাশক হিসাবে ডুমুর কে বয়েল করে পেইস্ট করে তা গলার বাহিরের দিকে প্রলেপ দিলে কিছুটা ব্যাথা উপশম হয় – মেথি বীজ ঃ- গ্রন্থি প্রদাহ চিকিৎসায় চমৎকার ভেষজ এবং ইহা কুলকুচার জন্য বেস কার্যকর . এটা গ্রন্থির প্রদাহ জন্য দায়ীব্যাকটেরিয়া নস্ট করার গুন আছে , মেথি গ্রন্থির প্রদাহ এর গুরুতর ক্ষেত্রে কার্যকর হয়েছে. ( প্রমাণিত )

Talk Doctor Online in Bissoy App