Gp সিম এ Flexiplan ছাড়া mb বাড়ানো যাবে? সেটা কী ভাবে?
Share with your friends
BidhanDey

Call

আপনি যেকোন ডাটা প্যাক নিন, যেমন ৭৫ মেগা ৭ দিন, ১০০ মেগা ৩০ দিন। ডাটা প্যাক কিনতে ডায়াল *১২১*৩#

Talk Doctor Online in Bissoy App

দুটি পদ্ধতিতে মেয়াদ বাড়াতে পারবেন। – প্রথমে ডায়াল করুণ *5000# – তারপর দেখুন Internet Offers লিখা আছে সেই অপশন 9 লিখে রিপ্লাই দিন। – এখন Free Facebook For a Month = 1 দিয়ে রিপ্লাই দিন এবং দেখুন আপনার ইন্টারনেটের মেয়াদ পুরাপুরি ১মাস বেড়ে গেছে। সাথে ফেসবুক ব্যবহার করার জন্য ৪জিবি পেয়ে যাবেন। এবার *566*10# ডায়াল করে দেখুন আপনার এমবি’র মেয়াদ পুরো ১মাস হয়ে গেছে . Step-2 প্রথমে [*500*1# ডায়াল করে p1 প্যাক টি চালু করে নিন। এবার ২৯ টাকা রিচার্জ করুন। রিচার্জ করার ৭২ ঘন্টার মধ্যে ২৯ MB পাবেন এবং মেয়াদ হবে ৩০ দিন.

Talk Doctor Online in Bissoy App

»— জিপি সিমের এম্বির মেয়াদ বাড়ান»— »— নিচের Stpep গুলো follow করেন »— Step-1. প্রথমে নেট ডিএক্টিভ করুনঃ *5000*0*4*3# অথবা মেসেজ অপশনে STOP লিখে 5000 সেন্ড করুন অথবা 5000 এ কল করে নেট ডিএক্টিভ করেন। একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর নিচের Step-2 follow করেন ৷ »— Step-2. তারপর ইজিনেট চালু করুন ফ্রিতেঃ Easy net এক্টিভ করতে ডায়াল করুন *5000*55# একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর নিচের Step-3 follow করেন। »— Step-3. ডায়াল করে এর পর Social পেক চালু করেন এক দিনেরটা আজ করুন *5000*8*1*1*2#। একটা মেসেজ আসবে। এরপর *৫৬৬*১০# ডায়াল করে দেখেন এক মাস বেড়ে গেছে মেয়াদ

Talk Doctor Online in Bissoy App