ভাই ডাক্তার অনেক রকমের বিশেষজ্ঞ হয়! এগুলোর আন্ডারে শত শত রোগ আছে কয়টা বলা সম্ভব বলেন? তবে কিছুু বলা যায় যেমন হাড়, জয়েন্টের সমস্যা হলে অর্থপেডিক্স, কিডনির ও মুত্রের সমস্যা হলে নেফ্রলজিস্ট,ইউরোলজিস্ট ,হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট,ক্যান্সার হলে অনকোলজিস্ট এবং মুটামুটি এসকল রোগ ছাড়া অন্য সকল অসুখে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কে দেখানো যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ