আমাদের ডিস কেবল এর ভিতর অনেক গুলো প্রাইভেট চ্যানেল আছে। তার ভিতর এক-টিই হল আমাদের একজন বড় ভাই এর। উনি ডিস কর্মকর্তা। উনি ওনার কম্পিউটার এর ভিতর একটি SOFTWARE ব্যাবহার করেন। যার নাম- CHANNEL PLAYER PRO 9. আমি ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলেন এই রকম একটি প্রাইভেট চ্যানেল তৈরী করতে একটু বুদ্ধি খরচ করলে হয়ে যায়। আমি ওনাকে বলার জন্য বললে উনি বলেন এটা বলা যাবেনা। আমি ওনার ঘরে গিয়ে ভালো করে লক্ষ করে দেখি, ডিস কেবল কেটে উনি কম্পিউটার এর সাথে USB CABLE,TV BOX লাগিয়ে কিভাবে যেন করছেন। এখন একটু কেউ যদি জানেন আর বলেন এটা কিভাবে করে, তাহলে খুব ভাল হয়।
Share with your friends

এ জন্য আপনার কম্পউটারে cab tv 2011/2012 সফটয়্যার ইনষ্টল করে নিতে হবে . এই সফটয়্যার টি চালাতে জানলে আপনি আপনার কম্পউটারে সেভ করা ফাইল আপনার চ্যানেলে দেখাতে পারবেন .

Talk Doctor Online in Bissoy App