গানটি লেখে দিবেন? আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
শেয়ার করুন বন্ধুর সাথে

আগে যদি জানতাম ফেরদৌস ওয়াহিদ .................. ...... আগে যদি জানতাম, তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহেনা,এই জ্বালা প্রাণে সহেনা ও ও মন রে কিসের তরে রয়ে গেলি তুই।। বলে ছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিক ই তো যেতাম পুরা মনে তোরি কথা বারেবারে বেজে উঠে ,তাই তোকে আর ভুলা হলনা এই জ্বালা আর প্রাণে সহেনা।। জানিনা কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পরেনা তোরি মত কোনদিন আমিও যে ভুলে যাব,তবু এই জ্বালা প্রাণে সহেনা।। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম,এই জ্বালা আর প্রাণে সহেনা।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ