SEO এক্সপার্ট হতে হলে কি কি বিষয় জানতে হবে???
Share with your friends
**প্রথমেই দরকার ওয়েব সম্পর্কে সম্পূর্ণ ধারণা: http://www.sojibrahman.com/blog/wp-content/uploads/2014/05/website-ideas.jpg এককথায় বলতে গেলে বলতে হয় যদি আপনার ওয়েব সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থেকে থাকে তাহলে আপনি কখনই এসইও এক্সপার্ট হতে পারবেন না। কারণ আপনাকে এসইও করতে হবে ওয়েবসাইটেই। তাই ওয়েবসাইট কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে ওয়েবসাইট কাজ করে, সার্ভার কিভাবে কাজ করে, ডোমেইন, হোস্টিং, আইপি, সিপ্যানেল, সিএমএস ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। কারণ যেকোন সময়ে আপনাকে ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হতে পারে। আপনাকে তাই জানতে হবে যদি ওয়েবসাইট এ কোন ধরনের সমস্যা থেকে থাকে তা কিভাবে দ্রুত ঠিক করতে হবে, কিভাবে এসইও অপ্টিমাইজ করতে হবে ইত্যাদি। ওয়েব সম্পর্কে ধারণা নিতে হলে যে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে তা কিন্তু নয়। এসব কাজ একদমই বেসিক কাজ। তাই আপনি চাইলেই গুগলে সার্চ করার মাধ্যমে এসকল কাজ শিখে নিতে পারে। **ভালো ধারণা থাকা প্রয়োজন HTML এ: http://www.sojibrahman.com/blog/wp-content/uploads/2014/05/html-in-seo.png HTML হলো ওয়েবসাইটের প্রধান একটি অংশ। এই এইচটিএমএল দিয়েই একটি ওয়েবসাইটের জন্ম হয়। আর সার্চ ইঞ্জিন যখন একটি ওয়েবসাইট ইনডেক্স করে তখন সে শুধুমাত্র ওয়েবসাইটের HTML কোড পড়ে ইনডেক্স করে। তাই আপনাকে প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হতে হলে অবশ্যই HTML ভালো জানা থাকা প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক ট্যাগ যেমন, , alt, meta, title,

, , ইত্যাদির কাজ অবশ্যই জানতে হবে। HTML জানা বলতে যে আপনাকে সব ট্যাগের কাজ জানতে হবে তা কিন্তু নয়। তাই দুশ্চিন্তা করার কিছু নেই। আপনি চাইলেই গুগলে সার্চ করে এসব ট্যাগের কাজ, ব্যবহার সম্পর্কে দ্রুতই জ্ঞান লাভ করতে পারে। **কীওয়ার্ড রিসার্চ জানা অত্যাবশ্যক: http://www.sojibrahman.com/blog/wp-content/uploads/2014/05/keyword-research.jpg একটি এসইও প্রোজেক্ট ধূলিসাৎ হয়ে যাওয়ার জন্য একটি ভুল কীওয়ার্ড নির্বাচনই যথেষ্ট। কারণ একটি সঠিক কীওয়ার্ড নির্বাচনই পারে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যেতে। অনেকে তো বলেই ফেলেন যে সঠিক কীওয়ার্ড নির্বাচন করা মানেই অর্ধেক এসইও করা। আর সঠিক ও লাভজনক কীওয়ার্ড নির্বাচন করতে হলে আপনাকে জানতে হবে কীওয়ার্ড রিসার্চ। আপনাকে যদি এসইও এক্সপার্ট হতে হয় তাহলে আপনাকে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ জানতে হবে। জানতে হবে কিভাবে নিশ খুঁজতে হয়, কিভাবে লো কম্পেটিশন কীওয়ার্ড খুঁজতে হয়, কিভাবে কম্পেটিটর এন্যালাইসিস করতে হয় ইত্যাদি। এছাড়াও আপনার জানা প্রয়োজন কীওয়ার্ড ট্রেন্ডস সম্পর্কে। কোন কীওয়ার্ড কখন বেশি সার্চ হয়, কোন দেশে বেশি সার্চ হয়, কোন দেশে কত সিপিসি ইত্যাদি। কারণ সঠিক কীওয়ার্ড না ব্যবহার করলে যেমন আপনি কাঙ্ক্ষিত ভিজিটর পাবেন না, ঠিক তেমনি সার্চে ও আসতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে কীওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তর জ্ঞান থাকা লাগবে যদি আপনি একজন এসইও স্পেশালিষ্ট হতে চান। **কনটেন্ট লেখায় হতে হবে পারদর্শী: http://www.sojibrahman.com/blog/wp-content/uploads/2014/05/Content-Writing.jpg কথায় আছে “Content is the king of SEO” তার মানে কনটেন্ট ছাড়া এসইও কল্পনাই করা যায় না। তাই আপনি যদি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসাবে দাবী করেন তাহলে আপনাকে জানতে হবে কিভাবে কনটেন্ট লিখতে হয়। আপনাকে নখদর্পণে রাখতে হবে যেকোন বিষয়ের উপর কনটেন্ট লেখার কলাকৌশল। একজন প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার মানে একজন ভালো কনটেন্ট রাইটার ও। কারণ ভালো লেখায় হতে পারে ভিজিটর আকৃষ্ট করা এবং ধরে রাখার প্রধান হাতিয়ার। আপনি যদি আপনার লেখনীতে ভালো তথ্য সুন্দর করে উপস্থাপন করতে না ই পারেন তাহলে কিভাবে ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। তাই আপনাকে জানতে হবে কিভাবে কনটেন্ট লিখবেন, কাদের জন্য লিখবেন, কি লিখবেন, কতটুকু লিখবেন, কখন লিখবেন। কনটেন্ট রাইটিং শেখা কঠিন কিছু নয় আবার অনেক সহজ ও নয়। আপনাকে অবশ্যই ইংরেজিতে শুদ্ধ করে লেখার ক্ষমতা থাকাতে হবে। ইংরেজি পড়ার ক্ষমতা থাকতে হবে এবং সর্বোপরি লেখনীর মাধ্যমে অন্যকে বোঝানর ক্ষমতাও থাকাতে হবে। এটি একটি অধ্যাবসায়ের ব্যাপার। ভুল হোক, সঠিক হয়, লিখতে থাকুন, যতখন পর্যন্ত আপনি উন্মুক্ত ভাবে লিখতে না পারছেন ততখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। অন্যদের লেখার কৌশল গুলো দেখুন এবং সেই মোতাবেক নিজের লেখাকেও ঠিক করুন। দেখবেন একটি সময়ে ঠিকই আপনার লেখার হাত চলে আসবে। **জানতে হবে সঠিক অন-পেজ অপটিমাইজেশন: http://www.sojibrahman.com/blog/wp-content/uploads/2014/05/onpage-optimization.png বিস্তারিত==> http://www.sojibrahman.com/blog/article/are-you-want-to-be-an-seo-expert.html

Talk Doctor Online in Bissoy App