# আর্টিকেল ২৭ – আইনের দৃষ্টিতে সমতা – Equality Before Law

আইনের দৃষ্টিতে সবাই সমান। দেশের সব সিটিজেন আইনের দৃষ্টিতে সমান এবং সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকারী।

# আর্টিকেল ২৮ – বৈষম্য থাকবে না – No Discrimination & Equal Rights

দেশে কোনও ধরনের বৈষম্য থাকবে না। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারি-পুরুষ বা জন্মস্থানের কারনে কোনও নাগরিক বেশী বা কম সুবিধা পাবে না। নারী ও পুরুষের অধিকার থাকবে সমান সমান।

# আর্টিকেল ২৯ – সরকারী নিয়োগে সুযোগের সমতা – Equal Opportunity in Public Employment

সরকারী চাকরির ক্ষেত্রে দেশের সব সিটিজেন সমান অধিকার পাবে।

# আর্টিকেল ৩১ –  আইনের আশ্রয় লাভের অধিকার – Right to Protection of Law

আইনের চোখে দেশের সকল নাগরিক সমান। এজন্য সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

# আর্টিকেল ৩২ – জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার – Protection of Right to Life and Personal Liberty

কোন ব্যক্তিকে বেআইনিভাবে তার জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম ও সম্পত্তি থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না