সরকারি পলিটেকনিকে পড়ুয়া একজন ডিপ্লমা ইন্জিনিয়ার এবং বেসরকারি প্রতিষ্ঠানে পড়ুয়া একজন BSC ইঞ্জিনিয়ার দুটির মধ্যে কোনটি উত্তম বিসতারিত জানতে চাই।
Share with your friends

অবশ্যই বেসরকারি BSc ইঞ্জিনিয়ারের মূল্যায়ন সরকারি ইন্সটিটিউট থেকে পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাইতে বেশি। কারন ডিপ্লোমা সার্টিফিকেট হল এইচএসসি সমমানের। যেসব বেসরকারী বা সরকারী প্রতিষ্ঠানে চাকরির জন্য BSc ইঞ্জিনিয়ার চাওয়া হয়, সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরিতে আবেদনই করতে পারবেনা। ভাল মানের বেসরকারী ইউনিভারসিটি যেমন NSU, AIUB, AUST, BRAC, MIST, IUB থেকে BSc পাস করা ইঞ্জিনিয়াররা দেশে, বিদেশে ভাল মানের চাকরি করছে। যাদের মাসিক বেতন ২০ হাজার টাকা থেকে ৭/৮ লাখ টাকা হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App