আমি বাংলালিংক সীম থেকে এয়ারটেল নাম্বার fnf করতে চায়।কেঊ কোডটি জানলে বলুন।এবং প্রতি মিনিট কত পয়সা কাটবে বিস্তারিত জানলে কেউ বলুন।
Share with your friends

বাংলালিংকে এফএনএফ করার বিস্তারিত জানতে==> http://www.lurkbd.com/2014/04/fnf-super-fnf-numbers-z.html?m=0

Talk Doctor Online in Bissoy App

Call

সুপার FNF  এপ করতে:
*166*7*desired number# ডায়াল করুন।
উদাহরন: *166*7*019XXXXXXXX#

সুপার FNF  পরিবর্তন করতে:
*166*8*old number*new number# ডায়াল করুন।

নতুন নাম্বার যোগ করতে:
মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে Add লিখে একটি স্পেস দিয়ে নাম্বারটি লিখুন, তারপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।
উদাহরন: Add 019XXXXXXXX তারপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।

কোন নাম্বার পরিবর্তন করতে:
মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে টাইপ করুন old তারপর একটি স্পেস দিয়ে পুরাতন নাম্বারটি লিখুন তারপর একটি স্পেস দিয়ে নতুন নাম্বারটি লিখুন, এরপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।
উদাহরন: ch 019XXXXXXXX 019XXXXXXXX এরপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।

কোন নাম্বার ডিলিট করতে:
মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে টাইপ করুন rem একটি স্পেস দিয়ে নাম্বারটি লিখুন, তারপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।
উদাহরন: rem 019XXXXXXXX তারপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।

FNF লিস্ট চেক করতে:
মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে টাইপ করুন FF  তারপর পাঁঠিয়ে দিন 3300 নাম্বারে।

Talk Doctor Online in Bissoy App