Call

আপনার কথাটা সত্তি তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।সবাই এরকম হয় না।মাসুষ সাধারনত নিজের স্বার্থের কথা চিন্তা করেই এমনটা করে।এবং শুরু হয় তাদের শত্রুতা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

মানুষের স্বার্থপরতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তার মনে হয় সে একাই গোটা পৃথিবীকে গিলে ফেলবে। ভাইয়ের প্রতি ভাইয়ের একটা রক্তের সম্পর্ক থাকে, যেটা অস্বীকার করা যায়না কোনদিনও। ভাইয়ের বিয়ের পরে সে যদি সচ্চল না হয়, তারপর ও রক্তের বাঁধন ছিন্ন করতে পারেনা, পারবেও না। কিন্তু সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, সৃষ্টিকর্তার দেয়া জীবকে যদি তার স্ত্রী কোন অসদুপায় অবল্মন করে তার চিন্তাধারা বিকৃত করে, তবে সে তার ভাইকে ভূল বুঝতে শুরু করবে, ইসলাম ধর্মে এই ব্যবস্তাকে শিরক বলা হয়। যা করা পরম করুনাময় সৃষ্টিকর্তাকে সে অপমান করল, অবাধ্য কাজের মাধ্যমে সে নিজের স্বার্থ হাসিল করে, তবে সব মানুষ এরকম হয়না। এ অপরাধের চরম শাস্তি সে বর্তমান জীবনেই পাবে, কিছুটা পাবে পরকালে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ