আমি উইন্ডোজ সেভেন ব্যাবহার করি। অডিও গানে ছবি লাগাতে চাচ্ছি কিন্তু পারছি না??? কি করবো???
শেয়ার করুন বন্ধুর সাথে
JAShakil

Call

উইন্ডোজ সেভেনে অডিও গানে ছবি যুক্ত করতে tag rename সফটওয়ার ব্যবহার করুন । যেভাবে লাগাবেনঃ প্রথমে সফটওয়ারটা ডাউনলোড করে ওপেন করুন। Download link http://www.softpointer.com/downloads/TagRename353.exe এটি ওপেন করার পর বাম দিকে ব্রাউসারে আপনার গানের এলবাম সিলেক্ট করুন দেখবেন ডানপাশে গান গুলো দেখা যাচ্ছে। এবার Ctrl + F5 চাপুন (অথবা গানগুলো সিলেক্ট অবস্থায় বামক্লিক করে Edit Tag in Selected file সিলেক্ট করুন ) দেখবেন ট্যাগ এডিটর আসবে ( উপরের মত ) Artist এ শিল্পীর নাম Album এ সিডির নাম (পাশাপাশি আপনার নাম ও মোবাইল নাম্বার ও দিতে পারেন, এভাবে অন্যান্য ঘরগুলো যেমন Comment, Url ইত্যাদি পূরন করতে পারেন, সবার ডানপাশে Art এর নিচে Add এ ক্লিক করে আপনার ছবিটি দেখিয়ে দিন (ছবি ৩০০x৩০০ হলে ভাল হয়,পারলে আগে থেকে এডিট করে নিন) এবার সেইভ ক্লিক করে সেইভ করে নিন। এভাবে প্রতিটা এলব্যাম আপনারা ট্যাগ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ