শেয়ার করুন বন্ধুর সাথে

নিয়ত অর্থ মনের সংকল্প, মনে মনে যে নিয়ত করবেন তাই আদায় হয়ে যাবে। তবে মুখে নিয়ত করা উত্তম আর আরবী ভাষায় নিয়ত সহীহভাবে করতে পারলে সেভাবেই করবেন। আর যদি আরবীতে সহীহ ভাবে করতে না পারেন তাহলে বাংলায় করাই অতি উত্তম। অনেকে না বুঝে আরবীতে নিয়ত করে ফলে সহীহ উচ্চারণ না হওয়ায় ভুল অর্থে পরিণত হয়। নিয়ত যে কোন ভাষায় করা যাবে তবে উচ্চারন ও ভাষা স্বঠিক শুদ্ধ হতে হবে। নিশ্চই আল্লাহ সবজান্তা সর্বজ্ঞানী তাই তিনি সকল প্রাণীর সকল ভাষাই বুঝেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ