আমার মোবাইলের নাম Samsung J3। আমি বুঝতে পারছি না মোবাইলটি আসল না নকল....
শেয়ার করুন বন্ধুর সাথে

১. অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*# ২. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন। ৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন। ৪. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে  তাহলে এটা জেনুইন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdRahim123

Call

এজন্য আপনাকে প্রথমে *#০৬# ডায়াল করে IMEI নাম্বার জেনে নিতে হবে।তারপরে ব্রাউজারে গিয়ে IMEI checker লিখে সার্চ দিবেন প্রথম যে লিংকটা আসবে সেখানে গিয়ে বক্সে IMEI নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন।আপনার মোবাইলটির নাম ও মডেলসহ সবকিছু দেখে নিতে পারবেন।যদি ফোনটি নকল হয় সেক্ষেত্রে অন্য কিছু দেখাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ