ডিপ্লোমা তে কি অনেক সুবিধা
শেয়ার করুন বন্ধুর সাথে

যেকোন পলিটেকনিক কলেজে ডিপলোমা করতে পারেন আর বেসরকারীর মধ্যে ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় সবথেকে ভাল হবে। ডিপ্লমা পাস করে মোটামুটি চাকুরী করা জায় কিন্তু বি.এস.সি, এম.এস.সি করতে পারলে অনেক ভাল মানের চাকুরী পাবেন ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সরকারি পলিটেকনিক গুলোর মধ্যে ঢাকা পলিটেকনিক, রংপুর পলিটেকনিক, বগুড়া পলিটেকনিক ভালো,তবে শান্তি-শৃং্খলার দিক থে ফেনী পলিটেকনিক ভালো। সুবিধা বলতে আপনি সরকারি পলিটেকনিক এ পড়লে সুবিধা পাবেন, বেসরকারি তেও আছে তবে খরচ বেশি,। সুবিধা :::> ১.বিশ্বব্যাংক কতৃক উপবৃত্তি ২.ইনস্টিউট থেকে উপবৃত্তি ৩.ভালো মানের স্যার ৪.উন্নত মাল্টিমিডিয়া ক্লাশ(সব পলিটেকনিক এ চালু হয়নি) ৫.সরাসরি কাজ শেখা ৬.উন্নত যন্ত্রপাতিরর সাথে পরিচয় প্রভৃতি রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সরকারি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে Ranking 1 হলো বগুরা পলিটেকনিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ