Call

না, কখনই সম্ভব নয়। যারা মনে করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এ "ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভলপমেন্ট", "গ্রাফিক ডিজাইন", "এসইও" ইত্যাদির মতো বিষয় শেখানো হয় তারা এমনটিই বলে থাকেন। কিন্তু প্রকৃত ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এ এমন কিছু বিষয় থাকে যা কোন প্রতিষ্ঠান বা অভিজ্ঞ ব্যাক্তির কাছে ছাড়া কখনই একা শেখা সম্ভব নয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এ বেশিরভাগ পড়ানো হয় থিওরিটিক্যাল বিষয়। কিছু কিছু বিষয়ের সাথে প্রাকটিক্যাল থাকে। প্রাকটিক্যাল করার জন্যও দক্ষ ইনসট্রাকটর দরকার হয়। চার বছর মেয়াদী এই কোর্সে কম্পিউটারের ইতিহাস থেকে শুরু করে একটি কম্পিউটার গঠনের খুঁটি-নাটি, কম্পিউটারের কার্যপদ্ধতি, মাইক্রোপ্রসেসরের গঠন ও কার্যপদ্ধতি সহ এমন কিছু বিষয় থাকে, যা বাসায় বসে কারো পক্ষে শেখা অত্যন্ত কঠিন কাজ। এই কোর্সের বড় একটি অংশ থাকে গণিত, যার মধ্যে ডিসক্রিট ম্যাথমেটিকস্, ক্যালকুলাস, লিনিয়ার এলজাবরা, কোঅরডিনেট জিওমেট্রি, কমপ্লেক্স ভেরিয়েবল -এর মতো বিষয় থাকে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এর প্রোগামিং অংশটুকু বাড়িতে বসে শেখা সম্ভব এবং ক্ষেত্রবিশেষে হয়ত একজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এর ছাত্রের থেকেও দক্ষ হওয়া সম্ভব। কিন্তু ইঞ্জিনিয়ারিং অংশটুকু কখনই বাড়িতে বসে একা শেখা সম্ভব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ