শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চিপ হুইপ হল জাতীয় সংসদের একটি পদ, সচিব হল একটি সচিবালয়ের প্রধান, যিনি বিসিএস ক্যাডার মাধ্যামে নিয়োগ প্রাপ্ত হন। মহাসচিব হল একটি সাংগঠনিক পদ, বিভিন্ন সংগঠণে এই পদটি আছে, সভাপতির পর এই সাধারণত এই পদের স্থান, প্রেসিডিয়াম সদস্য বলতে সভাপতির কাজে সহযোগিতা করার জন্য সভাপতির কিছু সহযোগি সদস্য নির্বাচিত করা হয়, তারাই প্রসিডিয়াম সদস্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ