অনলাইন পত্রিকা খুলতে হলে পত্রিকার জন্য একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট করতে হলে ডোমেইন, হোস্টিং ইত্যাদি দরকার। আর ডোমেইন ও হোস্টিং কিনতে হলে সর্বনিম্ন দশ পনেরো হাজার টাকা লাগবে। পত্রিকাকে যদি আরো উন্নত এবং ইউনিক করতে চান, তাহলে আরো বেশি টাকা লাগবে। এছাড়াও নিজে না করে অন্য কোনো ওয়েব ডেপলপারকে দিয়ে কাজ করালে তার মজুরি বাবদ আরো দশ বারো হাজার টাকা চলে যাবে। আর বর্তমানে অনলাইন নিউজ পেপারের জন্যও নিবন্ধন করতে হয়। ২০১৫ সালের ৯ নভেম্বরের একটি রিপোর্ট পড়ুন: সোমবার ০৯ নভেম্বর ২০১৫ ঢাকা: ‘অপসাংবাদিকতা’ রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। এখন থেকে নতুন অনলাইন পত্রিকা খুলতে নিবন্ধন করতে হবে। এছাড়া চলমান অনলাইন পত্রিকা প্রকাশকদেরও নিবন্ধিত হতে হবে। সোমবার (৯ নভেম্বর) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। নিবন্ধনের জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd ) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। জমা দেওয়া তথ্যাদি যাচাই-বাছাইয়ের পর অনলাইন পত্রিকাটির নিবন্ধন দেবে তথ্য অধিদপ্তর। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকা প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধে সরকার এ নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর: ৯৫১৪০৬৫ অথবা মোবাইল নম্বর: ০১৭১৫ ২৫৫ ৭৬৫) যোগাযোগ করতে বলা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ