আমার একটি বন্ধু আছে সে আমাকে bulk sms করে বাংলালিংক আর অনেক নাম দিয়ে sms করে কিন্ত আমাকে শিখায় না । আর আমি বুঝতে পারছি না যে কে sms টা করছে তাই ভায়েরা আমি এটা শিখতে চাই দয় করে আমাকে শিখিয়ে দিবেন বিস্তারিত কেউ plz দয়া করো
Share with your friends

Call

এই ম্যাসেসগুলিকে বাল্ক এস.এম.এস (bulk sms) বলে। কম খরচে, একটি নির্দিষ্ট নাম অথবা নাম্বার ব্যাবহার করে অনেক মানুষকে এক সাথে ম্যাসেস পাঁঠানোর জন্য বাল্ক এস.এম.এস ব্যাবহার করা হয়। বাল্ক এস.এম.এস কিনতে হয়। একসাথে ৫০০/১০০০/১০০০০ বা আরো অধিক বাল্ক এস.এম.এস কিনতে পাওয়া যায়। বাল্ক এস.এম.এস কিনলে অনলাইনে একটি ফ্রি একাউন্ট বা কন্ট্রোল প্যানেল দেওয়া হয়। কন্ট্রোল প্যানেলে ঢুকলে মোবাইলের ম্যাসেজ পাঁঠানোর মতো একটি সুবিধা পাওয়া যায়। আমরা মোবাইলে কাউকে ম্যাসেজ পাঁঠাতে চাইলে যেখানে ওই ব্যাক্তির নাম্বার লিখি, বাল্ক এস.এম.এস -এর ক্ষেত্রে সেখানে কোন নাম দিতে পারি। যেমন আপনার বন্ধু Banglalink লিখে আপনাকে ম্যাসেজ পাঁঠাচ্ছে। বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান বাল্ক এস.এম.এস কেনার সুবিধা দিয়ে থাকে। যেমন: ১. http://planetgroupbd.com ২. http://www.sms4bd.com ৩. http://zaman-it.com ৪. http://www.itsolutionbd.net আপনি এদের সাথে যোগাযোগ করে দাম এবং তাদের শর্তগুলি সম্পর্কে জানতে পারেন।

Talk Doctor Online in Bissoy App