আমার Samsung GT-S7562 ফোনে বাংলা ফ্রন্ট ঠিক মত দেখা বা পড়া যায় না ! এটা কি সব Samsung ফোন এ হয়? এটা কি আমার ফোনের ফ্রন্টের কোন সমস্যা ? আমি কিভাবে এটার সমাধান পেতে পারি?
Share with your friends
alihusain

Call

বাংলা ফন্ট করতে হলে 1- প্রথমে এ্যপ টা নামিয়ে নিন। লিঙ্ক নিচে 2- তারপরে এ্যপ টা ইনষ্টল করে ওপেন করুন। 3- রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন। 5- বলতে গেলে কাজ শেষ। এবার সিলেক্ট করুন কোন ধরনের ফ্রন্ট টা দিতে চান। 6- তারপরে ইনষ্টলে ক্লিক করুন। 7- ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কাজ করেন তাহলে সেটা সেভ করে রাখবেন কারন ইনষ্টল দেওয়ার সাখে সাখে ফোন টা রিবুট হবে। উপরে দেওয়া কার্যপ্রনালি আমি নিজে ট্রাই করেছি। আমার মোবাইলে কাজ করেছে। আপনার ফোনে দেওয়ার আগে রমের ব্যাকাপ নিন। যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে ফিরে আসতে পারেন। লিঙ্ক- http://www58.zippyshare.com/v/67678326/file.htm

Talk Doctor Online in Bissoy App