Password সেভ রাখে এমন কোন Android Browser আছে কি? যেমন - ফেসবুকে Email আর Password দিয়ে Login করলে Automatically সেভ হয়ে যাবে? এবং পরে আমি ওই Browser Sittings থেকে আবার Password পেয়ে আবার Login করতে পারবো । এমন কি কোন Browser আছে?
Share with your friends
Call

হ্যাঁ, আছে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিনঃ keepr® password manager....

Talk Doctor Online in Bissoy App
Call

Opera তে এবং uc দিয়া আপনি ইমেইল এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন

প্রথমে opera অপেন করবেন তারপর Opera setting ->privacy ->Remember Password এ টিক দিন।

Uc অপেন করেন তারপর uc setting ->browser setting ->Forms & password ->auto save করেন তাহলেই আপনার পাসওয়ার্ড এবং ইমেইল অটো সেভ হবে। 

Talk Doctor Online in Bissoy App
RabbyHosen

Call

Dashline নামের একটা অ্যাপ আছে। এটার সাহায্যে যেকোনো পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। তাছাড়া uc+opera+google chrome etc অ্যাপ দিয়ে পাসওয়ার্ড সেভ করে রাখা যায়।

Talk Doctor Online in Bissoy App