যেদিন থেকে নামাজ ধরসি সেদিন থেকে মিউজিক ছেরে দিসি , কিন্তু স্কালে আজ একটা ভিডিও চোখে পড়লো " গরিবের ইফতার ' এইটা দেখার সময় বাচকগ্রাউন্ড যে মিউজিক বাজে তা কানে আসে , সাথে সাথে তা অফ করে দিই , এই মিউজিক শনলে কি কবিরা গুনাহ হবে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রোজা রেখে গুনাহ করলে রোজা হালকা হয়ে যায়, গুনাহ তো গুনাই, তা ছোট হলেও গুনাহ বড় হলেও গুনাহ। বাজনাসহ মিউজিক শুনলেও রোজা হালকা হয়ে যাবে, তবে যেহেতু আপনি ঐ মিউজিক শুনা ছেড়ে দিয়েছেন, এবং শুনার সাথে সাথেই তা পরিত্যাগ করেছেন তাই আপনার রোজা মাকরূহ হবেনা, বরং এরূপ করার কারণে আপনি সওয়াব পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই হঠাৎ করে কানে আসলে গুনাহ হবেনা৷ তবে ইচ্ছাকৃত শুনলে গুনাহ হবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না, শিক্ষণীয় ভিডিও দেখলে কবিরা গুনাহ হবে না, আর ওটা রোযা ভঙের কোন কারণ নয়, রোযা মাকরুহ হওয়ার ও কারণ নয়, ★সুতরাং, এতে রোযার ক্ষতি হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ