Call

start up ট্যাবে ক্লিক করুন। তারপরে আপনি এখানে যতগুলা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সবগুলা ক্লিক বা টিক চিহ্ন তুলে দিন। এখন আপনি apply করে ok দিন। এবার কম্পিউটার Restart দিন। কাজ শেষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

আপনার কম্পিউটার চালু হওয়ার সময় সম্ভবত অনেক প্রোগাম চালু হচ্ছে। যার কারনে চালু হতে সময় নিচ্ছে। আপনি নিচের ৪টি পদ্ধতি অনুসরণ করুন। 

পদ্ধতি ১: অপ্রয়োজনীয় প্রোগাম আনইনষ্টল করে দিন। এর জন্য:
- প্রথমে Computer/My Computer ওপেন করুন।
- উপরে Uninstall or change program এ ক্লিক করুন। [Uninstall or change program উইন্ডোটি ওপেন হবে]
- এখান থেকে যে যে প্রোগাম আপনার কাজে লাগে না, তা আনইনষ্টল করে দিন।

পদ্ধতি ২: ডিক্স ক্লিনআপ করুন। এর জন্য:
- প্রথমে Computer/My Computer ওপেন করুন।
- C: ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। [Properties ডায়ালগ বক্স ওপেন হবে]
- এখানে General ট্যাব-এর উপর ক্লিক করে Disk Cleanup বাটনে ক্লিক করুন। [Disk Cleanup ডায়ালগ বক্স ওপেন হবে]
- এখানে Disk Cleanup ট্যাব-এর উপর ক্লিক করে সবগুলি চেকবক্সে টিক দিয়ে দিন।
- OK বাটনে ক্লিক করুন।
- আবার OK দিয়ে বের হয়ে আসুন।
- এভাবে বাকি ড্রাইভগুলিও ক্লিন করুন।

পদ্ধতি ৩: Startup থেকে অপ্রয়োজনীয় প্রোগাম বাদ দিন। এর জন্য:
- প্রথমে Windows Key + R বাটনদুটি একসাথে চাপুন। [Run ডায়ালগ বক্স ওপেন হবে]
- msconfig লিখে OK করুন। [System Configuration ডায়ালগ বক্স ওপেন হবে]
- Startup ট্যাব-এ ক্লিক করুন।
- এখানে যে যে প্রোগাম আপনার কাজে লাগে না, তার পাশের টিক চিহ্ন উঠিয়ে দিন।
- Apply করে OK দিয়ে বের হয়ে আসুন।
- পিসি রিস্টার্ট দিন।

পদ্ধতি ৪: Disk Defragment করুন। এর জন্য:
- প্রথমে Computer/My Computer ওপেন করুন।
- C: ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। [Properties ডায়ালগ বক্স ওপেন হবে]
- এখানে Tools ট্যাব-এর উপর ক্লিক করে Defragment now... বাটনে ক্লিক করুন। [Disk Defragmenter প্রোগামটি ওপেন হবে]
- এবার একটি করে ড্রাইভ সিলেক্ট করুন আর Defragment disk বাটনে ক্লিক করুন।
- সেটি শেষ হলে পরের ড্রাইভটি একই ভাবে Defragment করুন।
- সবগুলি শেষ হলে Close করে বের হয়ে আসুন।

আশা করি আপনার পিসি ফাস্ট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ