শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনাকে তো এতগুলো সুরা লিখে দেওয়া এখন সম্ভব নয়, তাই নিচের লিঙ্কে গিয়ে 25 টি ছোট সুরার এপ ডাউনলোড করে নিনঃ

২৫ ছোট সূরা Bangla Small Sura - Android Apps

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই জানিনা পেয়েছেন কি- না !! না পেলে জানাবেন পরবর্তীতে আরও পাঠাব। এক)             بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
2আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَق113.1ِ

আরবি উচ্চারণ
১১৩.১। কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি।

বাংলা অনুবাদ
১১৩.১ বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,

مِنْ شَرِّ مَا خَلَق113.2َ

আরবি উচ্চারণ
১১৩.২। মিন্ শাররি মা-খলাক্ব।

বাংলা অনুবাদ
১১৩.২ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَب113.3َ

আরবি উচ্চারণ
১১৩.৩। অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্।

বাংলা অনুবাদ
১১৩.৩ আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَد113.4ِ

আরবি উচ্চারণ
১১৩.৪। অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্।

বাংলা অনুবাদ
১১৩.৪ আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে,

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ113.5

3আরবি উচ্চারণ
১১৩.৫। অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্।

বাংলা অনুবাদ
১১৩.৫ আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ112.1

আরবি উচ্চারণ
১১২.১। কুল্ হুওয়াল্লা-হু আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.১ বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

اللَّهُ الصَّمَد112.2ُ

আরবি উচ্চারণ
১১২.২। আল্লা-হুচ্ছমাদ্।

বাংলা অনুবাদ
১১২.২ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

لَمْ يَلِدْ وَلَمْ يُولَد112.3ْ

আরবি উচ্চারণ
১১২.৩। লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্।

বাংলা অনুবাদ
১১২.৩ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد112.4ٌ

আরবি উচ্চারণ
১১২.৪। অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.৪ আর তাঁর কোন সমকক্ষও নেই।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

4বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ111.1

আরবি উচ্চারণ
১১১.১। তাব্বাত্ ইয়াদা য় আবী লাহাবিঁও অতাব্।

বাংলা অনুবাদ
১১১.১ ধ্বংস হোক আব ক্র লাহাবের দু হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ111.2

আরবি উচ্চারণ
১১১.২। মা য় আগ্না-‘আন্হু মা-লুহূ অমা-কাসাব্

বাংলা অনুবাদ
১১১.২ তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ111.3

আরবি উচ্চারণ
১১১.৩। সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও।

বাংলা অনুবাদ
১১১.৩ অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ111.4

আরবি উচ্চারণ
১১১.৪। অম্রয়াতুহ্; হাম্মা-লাতাল্ হাত্বোয়াব্।

বাংলা অনুবাদ
১১১.৪ আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,

فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ111.5

আরবি উচ্চারণ
১১১.৫। ফী জ্বীদিহা-হাব্লুম্ মিম্ মাসাদ্।

বাংলা অনুবাদ
১১১.৫ তার গলায় পাকানো দড়ি।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

5আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ110.1

আরবি উচ্চারণ
১১০.১। ইযা-জ্বা-য়া নাছ্রুল্লা-হি অল্ফাত্হু

বাংলা অনুবাদ
১১০.১ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا110.2

আরবি উচ্চারণ
১১০.২। অরয়াইতান্না-সা ইয়াদ্খুলূনা ফী দীনিল্ লা-হি আফ্ওয়া-জ্বা-।

বাংলা অনুবাদ
১১০.২ আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا 110.3

আরবি উচ্চারণ
১১০.৩। ফাসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা অস্তার্গ্ফিহু; ইন্নাহূ কা-না তাওয়্যা-বা-।

বাংলা অনুবাদ
১১০.৩ তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

6আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ109.1

আরবি উচ্চারণ
১০৯.১। কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।

বাংলা অনুবাদ
১০৯.১ বল, ‘হে কাফিররা,

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ109.2

আরবি উচ্চারণ
১০৯.২। লা য় আ’বুদু মা তা’বুদূনা।

বাংলা অনুবাদ
১০৯.২ তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’।

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ109.3

আরবি উচ্চারণ
১০৯.৩। অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।

বাংলা অনুবাদ
১০৯.৩ এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।

وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ109.4

আরবি উচ্চারণ
১০৯.৪। অলা য় আনা ‘আ-বিদুম্ মা-‘আবাততুম্।

বাংলা অনুবাদ
১০৯.৪ ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ109.5

আরবি উচ্চারণ
১০৯.৫। অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।

বাংলা অনুবাদ
১০৯.৫ ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 109.6

আরবি উচ্চারণ
১০৯.৬। লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।

বাংলা অনুবাদ
১০৯.৬ ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

7আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ108.1

আরবি উচ্চারণ
১০৮.১। ইন্না য় আ’ত্বোয়াইনা-কাল্ কাওর্ছার।

বাংলা অনুবাদ
১০৮.১ নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ108.2

আরবি উচ্চারণ
১০৮.২। ফাছোয়াল্লি লিরব্বিকা ওয়ার্ন্হা।

বাংলা অনুবাদ
১০৮.২ অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর।

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 108.3

আরবি উচ্চারণ
১০৮.৩। ইন্না শা য় নিয়াকা হুওয়াল্ আর্ব্তা।

বাংলা অনুবাদ
১০৮.৩ নিশ্চয় তোমার প্রতি শত্রট্টতা পোষণকারীই নিরবংশ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

9আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ107.1

আরবি উচ্চারণ
১০৭.১। আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্।

বাংলা অনুবাদ
১০৭.১ তুমি কি তাকে দেখেছ, যে হিসাব- প্রতিদানকে অস্বীকার করে?

فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ107.2

আরবি উচ্চারণ
১০৭.২। ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীমা

বাংলা অনুবাদ
১০৭.২ সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ107.3

আরবি উচ্চারণ
১০৭.৩। অলা-ইয়াহুদ্ব্দু ‘আলা-তোয়া‘আ- মিল্ মিসকীন্।

বাংলা অনুবাদ
১০৭.৩ আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ107.4

আরবি উচ্চারণ
১০৭.৪। ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীনা।

বাংলা অনুবাদ
১০৭.৪ অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুভোর্গ ,

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ107.5

আরবি উচ্চারণ
১০৭.৫। ল্লাযীনাহুম্ ‘আন্ ছলা-তিহিম্ সা-হূন্।

বাংলা অনুবাদ
১০৭.৫ যারা নিজদের সালাতে অমনোযোগী,

الَّذِينَ هُمْ يُرَاءُونَ107.6

আরবি উচ্চারণ
১০৭.৬। আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা

বাংলা অনুবাদ
১০৭.৬ যারা লোক দেখানোর জন্য তা করে,

وَيَمْنَعُونَ الْمَاعُونَ 107.7

আরবি উচ্চারণ
১০৭.৭। অইয়াম্ না‘ঊনাল্ মা-‘ঊন্।

বাংলা অনুবাদ
১০৭.৭ এবং ছোট-খাট গৃহসামগ্রী দানে নিষেধ করে।
10بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

لِإِيلَافِ قُرَيْشٍ106.1

আরবি উচ্চারণ
১০৬.১। লিঈলা-ফি কুরইশিন্।

বাংলা অনুবাদ
১০৬.১ যেহেতু কুরাইশ অভ্যস্ত,

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ106.2

আরবি উচ্চারণ
১০৬.২। ঈলা-ফিহিম্ রিহ্লাতাশ্ শিতা-য়ি অছ্ছোয়াইফ্।

বাংলা অনুবাদ
১০৬.২ শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ106.3

আরবি উচ্চারণ
১০৬.৩। ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি

বাংলা অনুবাদ
১০৬.৩ অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,

الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ 106.4

আরবি উচ্চারণ
১০৬.৪। ল্লাযী আত্ব‘আমাহুম্ মিন্ জুইঁও ওয়া আ-মানাহুম্ মিন্ খাওফ্।

বাংলা অনুবাদ
১০৬.৪ যিনি ক্ষধত্বায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
11بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ105.1

আরবি উচ্চারণ
১০৫.১। আলাম্ তার কাইফা ফা‘আলা রব্বুকা বিআছ্হা-বিল্ ফীল্।

বাংলা অনুবাদ
১০৫.১ তুমি কি দেখনি তোমার রব হাতীওয়ালাদের সাথে কী করেছিলেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ105.2

আরবি উচ্চারণ
১০৫.২। আলাম্ ইয়াজ‘আল্ কাইদাহুম্ ফী তাদ্ব্লীলিঁও

বাংলা অনুবাদ
১০৫.২ তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ105.3

আরবি উচ্চারণ
১০৫.৩। অ র্আসালা ‘আলাইহিম্ ত্বোয়াইরন্ আবা-বীলা-

বাংলা অনুবাদ
১০৫.৩ আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ105.4

আরবি উচ্চারণ
১০৫.৪। তারমীহিম্ বিহিজ্বা-রতিম্ মিন্ সিজ্জ্বীলিন্

বাংলা অনুবাদ
১০৫.৪ তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর।

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ 105.5

আরবি উচ্চারণ
১০৫.৫। ফাজ্বা‘আলাহুম্ কা‘আছ্ফিম্ মাকূল্।

বাংলা অনুবাদ
১০৫.৫ অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়।

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاس114.1ِ

আরবি উচ্চারণ
১১৪.১। কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্।

বাংলা অনুবাদ
১১৪.১ বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,

مَلِكِ النَّاس114.2ِ

আরবি উচ্চারণ
১১৪.২। মালিকিন্না-স্ ।

বাংলা অনুবাদ
১১৪.২ মানুষের অধিপতি,

إِلَهِ النَّاس114.3ِ

আরবি উচ্চারণ
১১৪.৩। ইলা-হি ন্না-স্

বাংলা অনুবাদ
১১৪.৩ মানুষের ইলাহ-এর কাছে,

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاس114.4ِ

আরবি উচ্চারণ
১১৪.৪। মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি

বাংলা অনুবাদ
১১৪.৪ কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্ম গোপন করে।

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاس114.5ِ

আরবি উচ্চারণ
১১৪.৫। আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্।

বাংলা অনুবাদ
১১৪.৫ যে মানুষের মনে কুমন্ত্রাণা দেয়

مِنَ الْجِنَّةِ وَالنَّاس114.6ِ

আরবি উচ্চারণ
১১৪.৬। মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।

বাংলা অনুবাদ
১১৪.৬ জিন ও মানুষ থেকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ