Share with your friends

প্রথমে Root master app টি ডাউনলোড করে install করুন। রুট আইকনে ক্লিক করুন। রুট হওয়ার কিছুক্ষণ পর অটোমেটিক ফোন restart হবে। এবার supersu enable রাখলেই হয়ে যাবে। রুট হওয়ার পর supersu পাবেন। সেটিংস এ গিয়ে all apps থেকে supersu enable করে রাখতে পারেন। তবে এটা প্রথমে নিজে থেকেই enable থাকে।

Talk Doctor Online in Bissoy App
5h40n

Call
১. ডাউনলোড করুন "Kingo Root" এই লিঙ্ক http://kingroot-pc.en.uptodown.com/ থেকে।  

২. ইনস্টল করুন।

৩. ইনস্টল Successful হলে আপনার মোবাইল ফোনটি ডাটা কেবল দিয়ে Computer এ লাগান। [ইন্টারনেট কানেকশান ON রাখবেন]

৪. মোবাইল এর Settings থেকে Developer's Option এ গিয়ে USB Debugging এ টিক দিয়ে Enable করুন।

৫. "Kingo Root" Software টি Open করুন। অটোমেটিক Driver ইনস্টল হওয়ার জন্যে একটু ধৈর্য নিয়ে বসে থাকুন।

৬. Driver Install করার পর আপনার Software টি তে "Device Connect" দেখাবে।

৭. "Root" এ ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন, আপনার ফোন অটো Root হয়ে যাবে।  

৮. "Root Successful" দেখালে আপনি খুশি মনে ডাটা কেবলটি খুলে ফেলতে পারেন।  

 
Talk Doctor Online in Bissoy App