২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রেডিং সিস্টেম চালু করে। NU এর রুলস এবং রেগুলেশন অনুযায়ী কোন শিক্ষার্থীর যদি অনার্স চতুর্থ বর্ষ শেষ করার পর একাধিক বিষয়ে এফ গ্রেডসহ 2 পয়েন্টের ওপরে থাকে তাকে পাস কোর্সেরসার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ছয় শিক্ষাবর্ষের মধ্যে ন্যূনতম সব বিষয়ে ডি গ্রেড পেলে তবে অনার্সের সার্টিফিকেট ইস্যু করা হবে, কিন্তু সার্টিফিকেটে ইরেগুলার লিখা থাকবে। সে হিসাবে একটা বিষয়েও F থাকলে তিনি মাস্টার্সে এডমিশন নিতে পারবেন না। পাসকোর্সের সার্টিফিকেট না তুলে পরীক্ষা দেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ