code block দিয়ে প্রোগ্রাম লিখার সময় New project Open করা ছাড়া কি প্রোগ্রাম লিখলে এটি কম্পাইল করা যায় না? Empty file নিয়ে কাজ করলে কি হবে না?
Share with your friends
ReduanRafi

Call

code Block এ প্রোগ্রাম রান করার জন্য নতুন প্রোজেক্ট ওপেন করতে হয় না । Empty file নিয়েই কাজ করা যায়

কিভাবে ?

প্রথমে একটা নিউ ফাইল নিয়ে এর মধ্যে আপনার কোড লিখুন । পরে ঠিক ঠাক ফাইল এক্সটেন্সান দিয়ে ফাইল সেভ করুন

যদি c তে  প্রোগ্রাম লিখেন তাহলে extension হবে .c (newfile.c বা program1.c) এরকম ।

পরে ওপরের মেনু থেকে ফাইল কে build করে run করুন । image 

নাম্বার ১ build করার জন্য নাম্বার ২ run করার জন্য নাম্বার ৩ build and run এক সাথে করার জন্য ।

 এই স্টেপ গুলু  করার পরও যদি কম্পাইল করা না যায় তাহলে আপনার  কম্পাইলার select করা হয় নি ।

এর জন্য যা করা লাগবে তা হল settings এ গিয়ে  ডিফল্ট কম্পাইলের হিসাবে gnu gcc কম্পাইলার সিলেক্ট করে দিতে হবে । যদি এই কম্পাইলের না থাকে তাহলে আপনাকে সেটা ডাউনলোড করে নিতে হবে



Talk Doctor Online in Bissoy App