মেমৰি কাৰ্ড কানেক্ট কৰাৰ লগে লগে format আসে কি কৰতে পাৰি ? বিস্তাৰিত বলোন । এখন কম্পোটাৰেৰ সামনে আমি প্ৰেক্টিকেলি কৰবো ।এখন onlineআছি!
Share with your friends

ফরমেট দিয়ে recovary softwer দারা মেমরির সব কিছু ফিরিয়ে আনেনন।আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App
HimelTfr

Call

যেহেতু মেমোরি ওপেন হচ্ছেনা,সেহেতু ফরমেট করতেই হবে।আপনি FAT32 সিলেক্ট করে ফরমেট করুন,quick format অপশন হতে টিক চিহ্ন উঠিয়ে নিন,এতে ফরমেট হতে একটু বেশী সময় লাগবে কিন্তু মেমোরির ভিতরে ফল্টগুলি ঠিক হয়ে যাবে।মেমোরিতে প্রয়োজনিয় ডাটা থাকলে quick format করুন আর পরে রিকভার করুন।

Talk Doctor Online in Bissoy App
Naahid

Call

হ্যা ফরমেট দেন। তবে মেমরি কার্ড কি মোবাইলে পায়? যদি মোবাইলে পায় তহলে সব ডাটার ব্যাকাআপ নিয়ে নিবেন। আর যদি মোবাইলে না পায় তবে  quick ফরমেট না দিয়ে ঠিক চিহ্ন টা উঠিয়ে দিয়ে ফুল ফরম্যাট করেন। যদি ফরম্যাট  করার পরও মেমরী কার্ড পুনরায় ঢুকানোর পর আবার ফরম্যট চায় তাহলে বুঝবেন মেমরি কার্ড নষ্ট হয়ে গেছে। আর যদি সব ঠিক টাক থাকে তবে কোনো ডাটা রিকবারী সফটওয়ার দিয়ে মেমরি কার্ড রিকভার করে নিন।

Talk Doctor Online in Bissoy App