শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মোবাইল ব্যস্ত ? এরফল আপনি কি জানেন ? এর ফল হতে পারে মারাত্মক।একটা কথা ঠিক আমাদের ব্যস্ত জীবন প্রতিনিয়ত ব্যস্ততম হচ্ছে । এর সাথে তালমিলিয়ে বাড়ছে আমাদের ব্যস্ততা ।স্কুল, গৃহশিক্ষকের পড়া সব মিলিয়ে ওরা এখন খুব ব্যস্ত ।বাইরে গিয়ে খেলার সময় নেই । তার ওপর খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে রোজ । বাড়িতে সময় কাটানোর অন্যতম মাধ্যম হিসেবে মোবাইল গেম এখন খুব মজাদার । বাড়ির কাজের সময় দুষ্টুমি না করে গেমে ব্যস্ত থাকে তাতে অবিভাবকরা খুশিই হন । কিন্তু বিশেষজ্ঞদের গবেষণায় আপনি আতঙ্কিত হবেন, যখন মজাদার গেমে কোন ব্যক্তি পার করে যাচ্ছে একের পর এক লেভেল । আর তার সাথে একটা নেশা চেপে বসছে। ভিডিও গেম খেলতে খেলতে নিজের শরীরের বিভিন্ন চাহিদা ও প্রয়োজনকে সে অগ্রহ্য করছে ।সময় মতন জল বা খাবার খাচ্ছে না ।প্রয়োজনে মত টয়লেট যাচ্ছে না ।আর ঘন্টার পর ঘন্টা অগ্রাহ্য করে শরীরের হয়ে যাচ্ছে চরম ক্ষতি। অতিরিক্ত গেম খেলার ফলে নষ্ট হয় মনসংযোগ। ক্ষতি হয় চোখের । পড়াশুনোর সময় একটুতেই ক্লান্ত হয়ে যায় ।নষ্ট হয় সৃজনশীলতা ।এমনকি ঘুমানোর সময় স্বপ্নেও প্রভাব পরে । নষ্ট হয় ঘুম । ক্ষতি হয় শারীরিক ও মানসিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ