Share with your friends

Call
এর জন্য সবার প্রথমে আপনার পেন ড্রাইভকে বুটাবেল উইন্ডোজ ইনষ্টলার বানাতে হবে।

এর জন্য নিচের ধাপগুলি অনুসরন করুন:
1. নিচের সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন।
     http://www.mediafire.com/download/8a7d9pjkaenjrdm/Windows+Bootable+Pen+Drive+Maker.zip
2. ভিতরে rufus-2.2p.exe নামে একটি ফাইল পাবেন। ফাইলটি রান করালে নিচের মতো সফটওয়্যার ওপেন হবে।

image 
 
3. এবার ১নং মার্ক করা জায়গায় ISO Image সিলেক্ট করে দিন
4. ২নং মার্ক করা জায়গায় ক্লিক করে আপনার পিসিতে থাকা Windows 7 এর ISO ফাইলটি সিলেক্ট করে দিন। [ISO ফাইল তৈরি করা না থাকলে আগেই তৈরি করে রেখে দিন]
5. এবার Start বাটনে (৩নং মার্ক করা) ক্লিক করুন
6. আপনার পেন ড্রাইভটি "বুটাবেল উইন্ডোজ ইনষ্টলার" হয়ে যাবে
7. আপনার পিসি রিষ্টার্ট দিন
8. বায়োস থেকে ফাস্ট বুট ডিভাইস হিসাবে ইউ.এস.বি পোর্ট দেখিয়ে দিন
9. আপনার কম্পিউটার পেন ড্রাইভ থেকে রান করবে

এবার বাকি সব নরমাল উইন্ডোজ দেবার মতই। যখন ড্রাইভ ফরমেট দেওয়ার অপশন আসবে, তখন ফরমেট দিয়ে দিবেন।
আশা করি কোন সমস্যা হবে না।

বি:দ্র: C Drive ফরমেট দিলে C Drive এর সব ডাটা মুছে যাবে। কাজেই কোন কিছু ব্যাকআপ নেওয়ার থাকলে আগেই নিয়ে নিন।
Talk Doctor Online in Bissoy App